জরায়ুর ক্যান্সার হলো জরায়ুর ভেতরের লাইনিং Endometrium এর ক্যান্সার।
কেন হয়?
Endometrium কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে জরায়ুর ক্যান্সার হয়।
ঝুঁকিতে কারা?
১. বয়স—৬০ বা তদুর্ধ বয়সের মহিলাদের হয় যাদের মেনোপজ হয়ে গেছে।
২. রিপ্রোডাকটিভ বয়সে পলিস্পিটিক ওভারিয়ান সিনড্রোম রোগে ভুগলে।
৩. অনিয়মিত মাসিক হলে।
৪. ৪০ বছর বয়সের পর heavy menstrual flow হলে।
৫. বন্ধ্যাত্ব থাকলে।
৬. DM ও HTN থাকলে।
৭. অতিরিক্ত ওজন থাকলে।
৮. ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকলে যেমন (কোলন, ওভারিয়ান) ক্যান্সার ও Lynch syndrome.
৯. Estrogen হরমোন থেরাপি নিলে।
১০. Tamoxifen খেলে (Breast Cancer এর জন্য)
১১. আগে কোন ক্যান্সারের জন্য RT নিলে।
১২. কম বয়সে মাসিক শুরু হলে ও দেরিতে মেনোপজ হলে।
উপসর্গ সমূহঃ
১. মেনোপজের পর Vaginalbleeding হলে।
২. দুর্গন্ধযুক্ত স্রাবগেলে (মেনোপজের পর)
৩. নীচের পেটে ব্যথা
৪. উপরে উল্লেখিত ঝুuকিসমূহ থাকলে।
কত প্রকর হয়/প্রকারভেদঃ (A) হিস্টোপেথোলজিক্যাল প্রকারভেদ
১. টাইপ—১ : Endometroid adenocarcinoma তূলনামূলকভাবে কমছড়ায়।
২. টাইপ—২ : Non-Endometroid adenocarcinoma দ্রুতছড়ায়।
Molecular (আণবিক) প্রকারভেদঃ
- POLE mutated. (7-9%)
- d MMR 15-20%
- P53 mutation (25-30)
- Non-specific – (NSMF) (50-55%)
Figo Staging :
স্টেজ—১ :— ক্যান্সার জরায়ুর মধ্যে সিমাবদ্ধ।
স্টেজ—২ :— ক্যান্সার cervix- এ ছড়ায়।
স্টেজ—৩ :— ক্যান্সার ডিম্বাশয়ও Vagina তে ছড়ায়।
স্টেজ—৪ :— মুত্রথলি ও Recturn এ ছড়ায়।
পরীক্ষা নিরীক্ষাঃ—
1. TVS
2. Endometrial sampling
3 Fractional curettage
4. Hysteroscopy
5. MRI of Pelvic
6. CT scan of W/A
চিকিৎসাঃ
- Hysterectomy প্রাথমিক পর্যায় (Simple, radical)
- Chemotherapy.
- Radiotherapy
- Hormone therapy
- Fmnero therapy
- Targeted therapy.
লেখক
ডা. পবিনা আফরোজ পারভীন
স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যান্সার ও ল্যাপারোস্কোপিক সার্জন
কনসালটেন্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর- ১০, ঢাকা
হটলাইন: ১০৬৭২
Website: https://aalokhealthcare.com

