আধুনিক যুগে সবাই বাহ্যিক সৌন্দর্য নিয়ে সচেতন হলেও, দাঁত ও মুখগহবরের যত্নে কতটা সচেতন?
নিয়মিত যত্নের অভাবে মুখগহবরে থাকা জীবাণু মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে,জানেন কি?
দীর্ঘদিন ধরে দাঁত ও মাড়িতে জমে থাকা খাদ্যকণা ও ব্যাকটেরিয়ার সংমিশ্রণে তৈরি হয় ডেন্টাল প্ল্যাক ও ক্যালকুলাস । ডেন্টাল ক্যালকুলাস থেকে দাঁতের ক্ষয়রোগ ও মাড়িতে প্রদাহ হয়ে থাকে। দাঁত ও মুখের এসব জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে হৃৎপিণ্ডও। সাধারণত Staphylococcus aureus ও Streptococcus viridans নামক জীবাণু মুখ থেকে রক্তপ্রবাহের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাতে পারে। এটি হৃদপিন্ডের অভ্যন্তরীণ আবরণ (endocardium) বাভাল্ব এ(valve) প্রদাহ বা ইনফেকশন সৃষ্টি করে হৃদপিন্ডের গঠনগত পরিবর্তন ঘটায় যা ইনফেকটিভ এন্ড কার্ডাইটিস (Infective Endo carditis) রোগ নামে পরিচিত। পরবর্তীতে এই রোগ থেকে আরও জটিল তা সৃষ্টি হতে পারে ।
এছাড়াও মুখের ব্যাকটেরিয়া রক্তনালীতে প্ল্যাক তৈরি করে, ফলে রক্তনালী সরু হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্থ হয় ও উচ্চরক্ত চাপ বেড়ে যায়। পাশাপাশি হার্টফে ইলর ও বয়স্কদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।
উপসর্গ
১. দীর্ঘস্থায়ী জ্বর,
২. ক্লান্তি,
৩. দুর্বলতা
৪. ওজন কমে যাওয়া,
৫. হার্টরেট বেড়ে যাওয়া,
৬. শ্বাস নিতে কষ্ট হওয়া
৭. বুকে ব্যথা অনুভূত হওয়া
চিকিৎসা:
এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইন্ট্রাভেনাস এন্টিবায়োটিক গ্রহণ করতে হয়।
কারো কারো ক্ষেত্রে জটিল আকার ধারণ করলে সার্জারি করে হৃদপিন্ডের ভাল্ব পরিবর্তন করা লাগতে পারে। এবং সংক্রমণ নিয়ন্ত্রণের পরেও নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হয়।
গবেষণায় দেখা গেছে, যাদের দাঁতে ময়লা জমে, ক্ষয়রোগ থাকে বা মাড়িতে ইনফেকশন থাকে, তাঁদের ক্ষেত্রে ২৫% হারে হৃদরোগের ঝুঁকি বেশি।
তাই এই জটিল রোগ থেকে বাঁচতে নিজে সচেতন হোন, নিয়মিত দাঁতের পরিচর্যা করুন ও দন্ত চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক
ডা. জান্নাতুল ফেরদৌস নিশী
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
চেম্বার: আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, (আলোক হেলথকেয়ার লি.), মিরপুর-১০
হটলাইন- ১০৬৭২
Website: https://aalokhealthcare.com

