Intrauterine Insemination (IUI)— এটা এমন একটা পদ্ধতি যেখানে স্বামীর বীর্য সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে তৈরী করে স্ত্রীর জরায়ুতে ছোট একটা সিরিঞ্জের মাধ্যমে দেয়া হয়। এই পদ্ধতিতে সবচেয়ে ভালো মানের নড়াচড়া ক্ষমতা সম্পন্ন শুক্রানু বেছে নেয়া হয়।
IUI এর উদ্দেশ্য কি?
- ইঞ্জেকশন ব্যবহার করে অনেকগুলি ডিম তৈরী করা
- ভালো মানের শুক্রানুকে ডিমের কাছাকাছি পৌঁছে দেয়া
- জরায়ুর মুখের কোন সমস্যা থাকলে সেটাকে বাইপাস করা
- Pregnancy চান্স টাকে বাড়ানো
IUI কখন করা হয়?
স্বামীর কারণঃ
- বীর্যতে শুক্রানুর সংখ্যা কম
- বীর্যতে শুক্রানুর গতি কম
- বীর্যতে শুক্রানুর গঠনগত ত্রুটি
- স্বামীর Erectile Dysfunction
- এন্টিস্পার্ম এন্টিবডি
স্ত্রীর কারণঃ
- মিনিমাম To মাইল্ড এন্ডোমেট্রিয়োসিস
- Unexplained infertility: যেখানে বন্ধ্যাত্বের কোন কারণ স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না
- Cervical factor infertility (জরায়ুর মুখের কোন সমস্যা)
- ওভুলেটরি ডিসফানকাশন—যেখানে অন্যান্য ওষুধ বা ইঞ্জেকশন Failure হয় অথবা ডিমের সংখ্যা কম থাকে।
IUI —এর পদ্ধতি কি?
এই পদ্ধতিতে স্ত্রীকে মাসিকের পর থেকে ডিম আসার ওষুধ বা ইঞ্জেকশন দেয়া হয়; তারপরে ৮ম এবং ১২ তম দিনে TVS করে ডিমের সাইজ দেখা হয় এবং পরবতীর্তে প্রয়োজন হলে আরো ইঞ্জেকশন দেয়া হয়। সাধারণত মাসিকের ১২ তম দিনে ডিম ফোটার জন্য HCG ইঞ্জেকশন দেয়া হয় যদি ডিমের সাইজ18mm থাকে, HCG ইঞ্জেকশন দেয়ার ৩৬ থেকে ৪৮ ঘন্টার মধ্যে IUI করা হয়। IUI করার পরে ২০ মিনিট বিশ্রামে থাকার পরে রোগী বাসায় চলে যেতে পারবেন। ১৪ দিন পরে মাসিক না হলে B-HCG পরীক্ষা করে দেখা করতে বলা হয়।
কিছু কিছু ক্ষেত্রে IUI 3-6 Cycle করা দরকার হতে পারে।
IUI Success rate
- 1st Cycle-10%-12%
- 2nd Cycle-20%-25%
- 3rd Cycle-30%-35%
তবে বলে রাখা ভাল বীর্যতে শুক্রানুর সংখ্যা 10 million ml এর বেশী হলে এবং র্যাপিড মোটিলিটি (শুক্রানুর নড়াচড়ার ক্ষমতা) >20% বেশী হলে Success rate আরো অনেক বেশী 50%-60%।
লেখক
ডা. অবন্তি ঘোষ
গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
চেম্বার: আলোক হেলথকেয়ার লিঃ, মিরপুর-১০
হটলাইন: ১০৬৭২
Website: https://aalokhealthcare.com

